দিন গুনি, মাস গুনি, সাল গুনি,
এক, দুই, তিন.....!
এভাবেই কত যুগ চলে যাচ্ছে,
হিসাবের খাতায় শুধু বয়সটা বাড়ছে।
আমি যেখানে ছিলাম সেখানেই আছি,
মাঝে মাঝে মনে হয়--
আরেকটু পিছিয়ে পড়ছি।
সত্যি, আমি কিছুই বুঝিনা--
এই সভ্যতার গাড়ীতে বসে
আমি কোন দিকে যাচ্ছি?
সামনের দিকে না কি পিছন দিকে?