ভাত বেড়ে আজ খোকনকে ঐ
উচ্চ সুরে ডাকছে মায়।
খোকন সোনা গেলি কোথা
আয়রে বাবা জলদি আয়।
আমার খোকন কতো ভাল
মায়ের কথা শুনে রোজ।
দুধে ভাতে আনছি মেখে
খোকন আজি করবে ভোজ।
সুস্বাদু ঐ খাবার গুলো
এনেছি যে মাখিয়ে।
ঘ্রাণটা পেয়ে এসেছে কাক
দেখ না খোকন তাকিয়ে।
মায়ের ডাকটা শুনে খোকন
আসল এবার দৌড়িয়ে।
খোকন এসে জলদি করে
কাক টা দিলো তাড়িয়ে।
আমার খাবার আমি খাবো
তুই কেন আজ এখানে?
যা'রে কাক তোর মায়ের কাছে
খাবার আছে সেখানে।