সকাল সন্ধ্যায় কষ্ট করে কর্ম করি ভাই,
সবার মুখের খাদ্য আমি জোগাড় করি তাই।
ভবের মাঝে পাইনা তবু একটুখানি দাম,
অর্ধাহারে জীবন কাটে কৃষক আমার নাম।
প্রভাত রবি উঠে যখন রাঙা করে পূব,
মাঠের পানে ছুটি তখন তাড়া করে খুব।
কাঁধে লাঙ্গল হাতে কোদাল এমনি চলে দিন,
উচিত মূল্য দেয় না কেহ তাইতো আমি দীন।
সকাল বেলা সবাই ঘুমে, শান্ত গ্রামের পথ,
তখন থেকেই আরম্ভ হয় আমার কর্মের রথ।
মেহনত করি দিনেরাতে আশায় ভরা মন,
ফলটা যখন উল্টো দেখি আসে দুঃখের ক্ষণ।
রোদে পুড়ে জলে ভিজে করি আমি চাষ,
সোনার ফসল ফলে তবু পূর্ণ হয়না আশ।
দিনে দিনে সকল বস্তুর বেড়ে যাচ্ছে দাম,
কৃষক আমি বঞ্চিত আজ, ঝরছে শুধু ঘাম।
অনেক স্বপ্ন বুকে বেঁধে মাঠে করি কাজ,
বেলা শেষে পাওনা শূন্য মাথায় পড়ে বাজ।
তাইতো দেখি কৃষক হতে চায়না আজি কেউ,
গাঁয়ের মাঠে সুপ্ত এখন সবুজ ক্ষেতের ঢেউ।