রক্ত বেচব,
একটু রক্ত কিনবে?
আমার অনেক অনেক টাকার দরকার,
আমি দুটো ডানা কিনব।
খাঁচায় আবদ্ধ জীবন আর ভালো লাগে না।
এবার একটু মুক্তি চাই,
উড়ে যেতে চাই অনেক অনেক দূরে,
স্বপ্নে আঁকা কোনো এক কল্পরাজ্যে।
আমি দুটো ডানা চাই, দুটো শঙ্খচিলের ডানা।
ডানা মেলে আমি বিচরণ করব--
সুদূর আকাশে, খোলা বাতাসে।
কী? কিনবে একটু রক্ত?
আমি যে দুটো ডানা কিনব।
আর না হয় তুমি একটা জীবন কিনো
আমি একটা মৃত্যু কিনব।