একজন কয়েদি আমাকে প্রশ্ন করে--
আর ক'দিন বাইরে কাটাবেন?
আমি বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করি--
আমি কিছু অন্যায় করেছি,
যে আমাকে হাজতে ঢুকতে হবে!
আমি তো তোর মতো চুরি করিনি।
কয়েদির স্থির চোখ আবার আমাকে বলে--
হ্যাঁ, করেছেন। আপনিও আমার মতো চোর।
আমি করেছি ক্ষুধার জ্বালায় ধনীর ঘরে চুরি;
আর আপনি, আপনি করেছেন--
নিজের বিলাসিতার জন্য গরীবের হক চুরি,
সমাজে ওটাকে বুঝি কেলেঙ্কারি বলা হয়।
আমি যাদের চুরি করেছি ওরা দিব্যি ভালো আছে।
আপনি যাদেরকে চুরি করেছ...
ওরা অসহায় হয়ে পথে পথে ঘুরে।
আমার সামান্য চুরির অপরাধে হাজতবাস হল,
আপনার মোটা অঙ্কের কেলেঙ্কারির জন্য কবে হবে?