অভিযোগ, পাল্টা অভিযোগ,
সুরের উপর সুর, উত্তরের পর প্রত্যুত্তর,
প্রতিবাদের আগুন জ্বলে অভিনয়ের পর্দায়;
সবটাই যেন মেকি--
ক্ষতগুলো ঢেকে দেবার কৌশল।
আসল-নকল বহু দূরে,
মুখোশ পরে সবাই বসে।
রাজপথে হেঁটে চলে নেতা মন্ত্রীর মিছিল,
পুলিশের সাইরেন বাজে।
পাশ থেকে চাপা পড়ে যায়, মানুষের চিৎকার।
সবটাই ওই ঢেকে রাখার কৌশল।
রাজায় রাজায় যুদ্ধ চলে,
প্রজারা পড়ে থাকে রাস্তায়।
বাজে বাঁশি, বাজে সাইরেন,
চলে মেকি প্রতিবাদ,
পাছে শুনা যায়-- পড়ে থাকা মানুষের চিৎকার।