তপ্ত মরুর বালুর উপর
কঠিন নয়'কো উদ্যান গড়া।
তাহার চেয়ে অনেক কঠিন
কাউকে একটু সহায় করা।
নদীর স্রোতের উল্টো দিকে
সত্বর তুমি যেতে পারো।
কারো মনের ভাষা বুঝা
ইহার চেয়ে কঠিন আরো।
মহাসাগর পাড়ি দেওয়া
ভাবছো তুমি অনেক কঠিন
একটা মুখে হাসি আনা
কঠিন আরো সমাপ্তিহীন।
সাধন করে আনতে পারবে
তোমার বশে এই হিমালয়।
ইহার চাইতে অনেক কঠিন
বিজয় করা একটা হৃদয়।
কারো ভ্রান্তি দেখলে কভু
নিন্দা করা সহজ যত।
হাতে ধরে ভ্রান্তি গুলো
শুধরে দেওয়া কঠিন তত।