মুখের কথা নয়গো তুচ্ছ
কথার অনেক শক্তি।
কথার মাঝেই প্রেম পিরিতি
কথার মাঝেই ভক্তি।
কিছু কথা মিষ্টি অতি
কিছু আবার তিক্ত।
কিছু কথায় কষ্ট লাগে
চোখ হয়ে যায় সিক্ত।
কথায় গড়ে ভালোবাসা
কথায় বাঁধে দ্বন্দ্ব।
কথা দিয়েই কিছু মানুষ
গড়ে নিজের খন্দ।
কিছু কথা নিছক মিথ্যা
কিছু আবার সত্য।
কিছু কথা শান্তির বাহক
মন খারাপের পথ্য।
কথা দ্বারাই শত্রু গড়া
কথায় গড়ে মিত্র।
কথা দিয়েই কবি লেখক
আঁকেন কত চিত্র।
মুখের কথায় প্রকাশ পাবে
তোমার বংশ কেমন।
মানুষ তোমায় বিচার করবে
কথা বলবে যেমন।
তাইতো তুমি বলার আগে
চিন্তা করতে হবে।
নইলে তোমার কথার জন্যই
অধম হবে ভবে।