আজও চলছে কত অন্যায় অবিচার
সমগ্র পৃথিবীর কোণায় কোণায়।
কেউ কি নেই এ স্বৈরাচার থামাবার?
এখনো কি সময় হয়নি খুনি ধর্ষক পালাবার?
কোথায় লুকিয়েছ, হে বীর পুরুষের দল?
তোমাদের অভাবে জ্বলছে আজ হিংসার দাবানল।
কাঁদছে দেখ শত-সহস্র ধর্ষিতা মা বোন।
পৃথিবীতে হচ্ছে আজ মানবতার খুন।
দিকে দিকে চলছে হত্যা আর ধর্ষণের উৎসব।
বিচারকের কানে যায় না বুঝি নির্যাতিতের কলরব।
একবিংশ শতাব্দিতেও বাড়ছে এমন বর্বরতা।
আর কখন ধরার মাঝে আসবে নেমে সভ্যতা।
ওহে বীর সকল, ওহে যুবক দল,
জেগে উঠো আজ বুকে নিয়ে বল।
করো প্রতিবাদ, গড়ো প্রতিরোধ, চলো সত্যের পথে।
ভয় নেই, ভগবান আছেন তোদের সাথে।