ভবের মাঝে টাকা দিয়ে
যায়না কেনা মান।
ধন সম্পত্তি নিয়ে তবু
করছ কেন শান?
ধরার পরে যদি তুমি
করো ভালো কাম।
বড় বলবে সকল লোকে
বাড়বে তোমার দাম।
কর্ম গুণে সকলের মন
করতে পারবে জয়।
কর্ম ছাড়া মানব জীবন
বৃথা হয়ে রয়।
আপন মনে কাজটি করো
ছেড়ে ফলের আশ।
সবার স্নেহ পাবে তুমি
করবে সুখে বাস।
মন্দ লোকে বলবে অনেক
দিওনা তাতে কান।
আপন কর্মে এই জগতে
বাড়াও নিজের মান।