কত শত প্রাণ করে বলিদান
দিয়ে গেলেন এই দেশ।
চিল শকুনের দল গড়ে নানা ছল
করে নিচ্ছে আজ শেষ।
দিকে দিকে তাই আহাজারী ভাই
ভেসে আসে কান্নার রোল।
নিত্য দেখা যায় শ্বাপদের হাতে হায়
খালি হচ্ছে মায়ের কোল।
কী তোমার যুক্তি, এই বুঝি মুক্তি?
নেই বাঁচার অধিকার।
কই গণতন্ত্র? কই প্রজাতন্ত্র?
দেশজুড়ে হাহাকার।
আজো কত লোক সতত পায় দুখ
বিচার পায়না তারা।
সবগুলো ঘুষখোর সাধু বেশে চুর
আইনের ঘরে যারা।
প্রতি দিনে রাতে শক্তিধরের হাতে
নিধন হয় সংবিধান।
তাহাদের জন্য আইন একটা পণ্য
ইহা নয় আর বিধান।
শীতঘুমে আজ ভারতের সমাজ
তাইতো এই সর্বনাশ।
জেগে ওঠো আর মেনে নিও না হার
অন্যায় সব করো নাশ।
আজকের দিনে সবে একই কলরবে
চলো শপথ করি।
গড়তে এই দেশটা করে যাবো চেষ্টা
হাতে হাতটা ধরি।