উজ্জ্বল করে সারদার কোল পঁচিশে বৈশাখে,
জন্ম নিলে ধরার বুকে বাংলা মায়ের ডাকে।
তুমি রবি বিশ্ব কবি, বাংলা ভাষার প্রাণ,
তোমার কীর্তি কোনোদিনও হবে না যে ম্লান।
বাঙালি দের প্রাণে গাঁথা তোমার সৌম্য ছবি,
তুমি হলে এই জগতের না ডোবা এক রবি।
মোদের গর্ব তুমি থাকবে সদা হৃদয় মাঝে,
নামে যেমন রবি তুমি, ঠিক তেমনই কাজে।
তোমার হাতে ধন্য হলো সোনার বাংলা ভাষা,
তাইতো তুমি চির উজ্জ্বল সবার চেয়ে খাসা।
গান কবিতা ছড়া গল্প প্রবন্ধ আর নাটক,
সব কিছুতে তোমার কলম তৃপ্ত সকল পাঠক।
বাংলা মায়ের নভে তুমি জ্বলবে চিরদিন,
শোধ হবে না কখনো যে তোমার যত ঋণ।
তোমার তৈরি নোবেলজয়ী মহান গীতাঞ্জলি,
জন্মদিনে তোমার চরণে শতক শ্রদ্ধাঞ্জলি।