জালিমের কাছে আর
মাথা নত নয়।
দেহে বল আছে তবু
কিসে করো ভয়?
পরাজয়ে ভীত নয়
অভী হয়ে চলো।
চোখ কান খোলা রেখে
খাঁটি কথা বলো।
কারবালার মাঠ থেকে
পেয়েছ যে শিক্ষা,
ইতিহাসে দিয়ে গেছে
ত্যাগ আর দীক্ষা।
সেই পথে যেতে হবে
উঁচু করে শির।
যুগে যুগে করছে তাহা
সুমহান বীর।
সততার পথে এসো,
দূর হবে ক্লান্তি।
মুক্তি আসবে এই ভূমে
হৃদে পাবে শান্তি।