এক গায়ের এক বুড়ো
সবাই ডাকেন খুড়ো
বেজায় কৃপণ যিনি।
চড়েন না যে গাড়ি
যাবে টাকা কড়ি
হেঁটেই চলেন তিনি।
চপ্পল থাকে হাতে
ক্ষয় না হোক তাতে
খালি পায়ে থাকেন।
নতুন ছাতা খানা
মেলতে তাহা মানা
বগলেতে রাখেন।
আছেন সদা ক্ষেপে
তেল দেন তিনি মেপে
গিন্নী করেন রান্না।
একটু বেশি হলে
খুড়োর পরাণ জ্বলে
শুরু করেন কান্না।
গায়ে থাকে গন্ধ
সবাই বলে মন্দ
লাগান না যে সাবান।
হাড়কিপটে ঐ বুড়ো
অনেক খ্যাত খুড়ো
কড়া তাহার জবান।
লোকে যেটাই বলুক
সঞ্চয় আমার চলুক
এটাই মাথায় রাখেন।
গ্রামের যত ছেলে
রাস্তায় তাকে পেলে
কিপটে খুড়ো ডাকেন।