সকাল বেলা পুব আকাশে
সূর্য মামা উঠেছে।
ভোরের আলোয় খোকা খুকি
সবাই এখন জেগেছে।
একই সাথে ফুলকলিরা
বাগের মাঝে ফুটেছে।
মধু লোভী মৌমাছিরা
মধুর খুঁজে ছুটেছে।
ঘরের চালে ডাকছে পায়রা
বাকুম বাকুম আওয়াজ ঐ।
তাই না শুনে নাচছে খুকু
আনন্দে ওর মন থৈ থৈ।
পায়রা ডাকছে খুকু নাচছে
ওরা যেন প্রাণের সই।
নাচের সাথে মিষ্টি হাসি
মুখে যেন ফুটছে খই।
খুকুর নৃত্য দেখতে আজি
সবাই এসে করলো ভীড়।
দোয়েল কোয়েল তাল মিলালো
ছেড়ে তাদের আপন নীড়।