ওরে খোকা হৃদয়টাকে
দিসনে সঁপে প্রেমানলে?
ধ্বংস হবে জীবনখানা
ভাসবে শুধু অশ্রুজলে।
মিষ্টি মুখের হাসি দেখে
যাসনে পড়ে প্রণয় ফাঁদে।
এমন করে শত প্রেমিক
নিঃস্ব হয়ে নিত্য কাঁদে।
বিরহ জ্বালা ভীষণ জ্বালা
কষ্টের পাহাড় গড়ে তুলে।
এই ছোবলটি খেলে কভু
সঠিক পথটা যাবি ভুলে।
দুঃখের সাথী কেউ হবেনা
মরবি তখন ধুঁকে ধুঁকে।
ভালোবাসার ফাঁদে পড়ে
মরছে অনেক মাথা ঠুকে।
তাইতো খোকা বলছি তোকে
দিসনে পাড়া প্রেমের ডাকে।
এসব নেশা ছেড়ে দিয়ে,
আঁকড়ে ধর তুই শিক্ষাটাকে।