খোকন সোনা ভালো ছেলে
স্কুলে সে যায় নিত্য।
মিথ্যা কথা কয়না কভু
সদা বলে সত্য।
পড়া লেখা করে খোকন
অবসরে খেলা।
গৃহকার্যে কখনো তার
দেখিনি-তো হেলা।
শিক্ষক তাকে ভালোবাসেন
আদর করেন অতি।
মেধা যেমন আছে তাহার
ঠিক তেমনই মতি।
তাহার মতো সুবোধ ছেলে
ক'জন আছে দেশে!
সবার সাথে খোকন সোনা
থাকে মিলেমিশে।
তাইতো বলি খোকন মোদের
খাঁটি একটা রতন।
স্বপ্ন তাহার মানুষ হবে
ঠিক মানুষের মতন।