ইংলিশ স্কুলের ছাত্র খোকন
বয়স হয়নি তার তিন।
হাসিমাখা মুখটা তাহার
মলিন হচ্ছে দিন দিন।

লেখা পড়ার অনেক ধকল
স্কুলে কিংবা ঘরে।
প্রাইভেট টিচার দু'জন তাকে
পড়ান পালা করে।

খোকন সোনা বলবে এখন
শুধুই ইংলিশ কথা।
বাংলা বললে মাম্মি ড্যাডির
মনে লাগে ব্যাথা।

এক্কা দোক্কা, ইকড়ি মিকড়ি
এসব এখন মানা।
সাইন্স ম্যাথস্ পরে রাইম
রুটিন আছে জানা।

খোকন সোনা স্বপ্ন দেখে
খেলবে সবার সাথে।
পুরো পাড়া ঘুরে দেখবে
জ্যোৎস্না ভরা রাতে।

তাহার স্বপ্ন হয়না পূরণ
পড়া শুনার চাপে।
একা থাকতে খোকন এখন
শিখছে ধাপে ধাপে।

শিক্ষা পায় সে অন্য কাউকে
না করতে আর সহায়।
টপার তাকে হতেই হবে
রাখে যেন মাথায়।

স্বার্থপরতার শিক্ষা তাহার
এখান থেকেই শুরু।
বড় হয়ে চেনে না তাই
মা বাপ কিংবা গুরু।