চারদিকেতে সুর উঠেছে
ভোট এসেছে ভোট।
গদির লোভে গড়েন ভাঙেন
সকল প্রকার জোট।
অনেক নেতা নামছেন মাঠে
নেশায় বিভোর মন।
বিধানসভায় ঢুকতে ওরা
করছেন এবার পণ।
মানেন না যে কোনো নীতি
আসন খানা চাই।
টাকা আছে কোটি কোটি
লড়তে মানা কই?
সবাই বলছে খেলা হবে,
খেলা হবে ভাই।
কারো মুখে উন্নয়নের
নামটা শুনি নাই।
খেলতে হলে মাঠে নামো
হাতে নিয়ে বল।
খেলার জন্য রাজনীতি নয়
ওহে নেতার দল।
এমন নেতা চাইনা মোরা
খেলায় যাদের মন।
নেতা হলে উন্নয়নে
করো তুমি পণ।