গাছগুলো আজ পাতাঝরা
যেন কোনো প্রাণ নেই,
পাখিগুলো সব মনমরা
ওদের কণ্ঠে গান নেই।
দিকে দিকে কালো ধোঁয়া
শ্বাস নিতে হয় কষ্ট,
সবুজেরা সব বিবর্ণ
পরিবেশটা নষ্ট।
শস্যে ভরা ক্ষেত আর কই
কংক্রিটে ঢাকা সব।
খেলা ধুলার মাঠ কোথাও নেই
অসহায় তাই শৈশব।
নিজেরাই ধ্বংস করছি
আমাদের এই দেশটি।
আবর্জনায় ভরে দিচ্ছি
সবুজ পরিবেশটি।
দূষণের ফলে এই দেশটাতে
বাঁচার উপায় নাই।
তাইতো বলি শেষটাতে ভাই
কেউতো ভালো নেই।