মাঝে মাঝে মনে হয়-
কেন বেঁচে আছি?
এই বিষাক্ত কালো ধোঁয়া আর
বারুদের গন্ধে ভরা মিথ্যে জগতে।
কিসের আশায়-
এই কণ্টকময় পথে হেঁটে চলছি?
পরে মনে হয়-
মা বাবার হাসি ভরা মুখ,
প্রেয়সীর উষ্ণ ঠোঁটের আহ্বান
আর জোর করে বানানো কিছু দায়িত্ব।
এসব ছাড়া আসলে তো বেঁচে নেই!