এমন দেশে জন্ম আমার
কেমনে করি বাস?
খুন আর ধর্ষণ নিত্য যেথায়
নদে ভাসে লাশ।
চারদিকেতে আহাজারী
মনের লাগে ভয়।
নিয়ম নীতি নেই যে দেশে
সবই হচ্ছে ক্ষয়।
নির্যাতিত আমজনতা
কাঁদছে বসে হায়!
আদালতে হচ্ছে দেখি
দোষীর পক্ষে রায়।
তাইতো সদা রাস্তা ঘাটে
মানুষ হচ্ছে গুম।
ধর্ষক, খুনী, ছিনতাইকারী
দিচ্ছে আয়েশ ঘুম।
অপকর্ম বেড়েই চলছে
বিচার দূর্বল তাই।
এমন দেশে কেমন করে
বেঁচে থাকি ভাই?