চক্ষু কর্ণ বন্ধ আমার
কারণ আমি ভক্ত।
নেতার উল্টা বললে কেহ
গরম করি রক্ত।
নেতা আমার অনেক মহান
যেমন দীক্ষা গুরু।
রাজনীতির ঐ শিক্ষা যত
উনার হাতেই শুরু।
নেতার আদেশ মান্য করা
আমার আসল কর্ম।
কথায় কথায় "আজ্ঞে হুজুর"
এটাই হচ্ছে ধর্ম।
সকল কাজে উনার পাশে
থাকি আমি নিত্য।
তাইতো আমায় স্নেহ করেন
উজাড় করে চিত্ত।
হাতখরচের টাকা আমায়
দেন যে তিনি দৈনিক।
আমি হলাম মহান নেতার
মহান একজন সৈনিক।