করোনার এই দ্বিতীয় ঢেউ
রক্ষা বুঝি পাবো না কেউ
কাঁপছে সবার প্রাণ।
হাসপাতালে বেডের অভাব
কারো কাছে নেই'কো জবাব
কোথায় পাবো ত্রাণ?
বাঁচতে যদি চাও-গো ভবে
সতর্ক ভাই থাকতে হবে
নয়তো উপায় নেই।
মৃত্যুর কোলে পড়বে ঢলে
অকালে প্রাণ যাবে চলে
রোগটা হবে যেই।
শ্মশানে আজ চিতার সারী
ঘরে ঘরে আহাজারী
কোথায় সমাধান?
প্রভু বুঝি বদলা নিচ্ছেন
কর্মফলের উত্তর দিচ্ছেন
নেই আর পরিত্রাণ!
পাপের রাশি আছে জমা
প্রভুর কাছে চাও-গো ক্ষমা
দয়া যদি হয়,
উনিই পারেন রক্ষা করতে
করোনাকে বিদায় দিতে
আর-তো কেহ নয়।