একের সাথে এক যোগ করলে
দুই কে মোরা পাই,
দুই আর একে তিন যে হবে
জানে তা সবাই।

তিনের সাথে আরো এক যোগ
হয়ে যাবে চার,
চার আর একে পাঁচ রে খোকা
সন্দেহ নেই তার।

পাঁচের সাথে এক যোগ করলে
হয়ে যাবে ছয়,
ছয় আর একে সাত কে পাবো
জানো তা নিশ্চয়।

আট কে পেতে সাতের সাথে
এক যোগ করতে হয়,
আটের সাথে এই আরো এক
হয়ে যাবে নয়।

নয়ের সাথে এক যোগ করে
পাই যে মোরা দশ,
ছড়ায় ছড়ায় যোগ নামতা
শিখব এবার বেশ।