এই পৃথিবীর চারদিকে
এক আজব নিয়ম ভাই।
যার যত বেশী আছে
তার ততো বেশী চাই।
ধনীরা হতে চায় আরো ধনী,
গরীব যারা কেঁদে কেঁদে মরে।
কারো ঘর আলোয় ভরা;
কোথাও আবার অন্ধকার অতি,
প্রদীপ জ্বলে না ঘরে।
অদ্ভুত নিয়মের এই ধরণীর পরে
যদি পারো ভাই জ্বালো--
একটুখানি আলো,
অসহায় মানুষের তরে।