না, এখনো বিদায় বলো না।
এ জীবনের যত চাওয়া-পাওয়া,
যত হাসি-খুশি, দেওয়া-নেওয়া;
হাজার বছর ধরে হৃদয়ের খেলাঘরে
জমে থাকা যত আশা ভরসা,
কিছুরই তো ভাগ দিলে না,
কিছুরই তো ভাগ নিলে না;
তাই এখনো বিদায় বলো না।
আজ বিদায় নেওয়ার কালে
দুই আঁখি ছল ছলে,
হৃদয়ে খেলছে ভাঁটা আর চোখে জোয়ার।
তবে শত যুগ ধরে তিলে তিলে জমানো
এত প্রেম এত আশা, সুখ স্বপ্নে ভাসা
সে সবই ছিল মায়া? ছিল মিছে?
মিছে ছিলাম এতকাল আলেয়ার পিছে?
জানি, আজ সব ছেড়ে নিতে হবে বিদায়
তবু তুমি এখনো বিদায় বলো না,
আমি যে বিদায় বলি নি।