জীবন তরী চলছে বেগে
কূল কিনারা নাই।
নদের মাঝে প্রবল ঝড়ে
পাইনা খুঁজে ঠাঁই।
আঁকা বাঁকা নদীর বুকে
আসে কত ঢেউ।
ডুবলে তরী রক্ষা করার
নেইতো আমার কেউ।
হঠাৎ কখন আঁধার এসে
করবে আমায় গ্রাস।
পথটা তখন ভুলে যাব
জীবন হবে নাশ।
যেতেই হবে নিজ গন্তব্যে
এটাই আমার পণ।
তাইতো আমার জীবন তরী
চলছে প্রতিক্ষণ।
অনেক কষ্টে অথৈ নদে
চলছে তরী তাই।
রাত্রি হওয়ার পূর্বে আমি
পৌঁছে যেতে চাই।