নিঝুম আঁধার রাত,
কণ্টক মাখা নির্জন পথ,
চারদিকে গভীর জঙ্গল, নিস্তব্ধতা।
মাঝে মাঝে হিংস্র প্রাণীর হুঙ্কার
আর ঐ আকাশে বৈশাখী মেঘ গর্জন
রাতের নিস্তব্ধতা ভাঙছে।
জীবন তাই আজ প্রশ্নচিহ্নের মুখে।
তবুও রঙিন স্বপ্নগুলো পুরণের লক্ষ্যে,
আশার উপর ভর করে---
ডুবো ডুবো করে চলছে এ জীবনের ভেলা।