তরী নিয়ে আছি আমি কেহ নেই সাথে।
তরী দিয়েছি ছেড়ে আজ নদীর স্রোতে।
ছোট ছোট ঢেউ তারে নিয়ে যায় সাথে
পাখির সুমিষ্ট কলতানে, মুখরিত কণ্ঠস্বরে,
চলছে আমার তরী এক অজানার পথে।
ঢেউয়ে ভেসে যাবে সে তরী কোন এক বালুচরে।
সূর্যের আলোয় ঝিলমিল করে জল
গগণে উড়ে যায় শঙ্খচিলের দল।
আকাশে দেখা যায় মেঘ ভেসে চলে বেগে,
মনে হয় যেন আজ আকাশ ভাঙিয়া পড়ে।
চলিতেছে তরী আমার আপন বেগে,
এখনো পৌঁছাতে পারেনি কূলের ধারে।
নদীর দু’কূল ভাঙে যায় স্রোতের টানে,
কত কিছু ভেসে যায় নদীর বানে।
দেখি নাই কূল কোথায় ভিড়াবো এ তরী।
মাস্তলে নেই যে আমার কাণ্ডারী।
ভেসে চলছে আমার এ তরী,
নদীর ঢেউ চড়ে, অজানার ত্বরে।
জানিনা কোথায় ভিড়িবে তরী,
অজানা কোন দেশের পরে।