উত্তাল সমুদ্রের বিধ্বংসী ঢেউ
বার বার ভাসিয়ে নিয়েছে---
উপকূলবর্তী আমার ছোট্ট কুঁড়েঘরটি।
ঝরে পড়েছে রঙিন যত ফুলকলি।
তবু বেঁচে থাকার আশায়---
সামনে খড়কুটো যেটুকু পায়
তাহা আঁকড়ে ধরে বাঁচতে চায়
এই ডুবন্ত জীবন।
সাঁতার না জেনে ও আজ এক দক্ষ সাঁতারু।
এই যে বিজ্ঞ জনেরা বলেন---
"যুঝতে যুঝতে জীবন।"