আশা ছিল তোকে নিয়ে
গড়ব আমি সুখের ঘর।
মনের আশা ভেঙে দিয়ে
সখী তুই আজ হলি পর।
স্বপ্ন দেখতাম বসে বসে
হব আমি তোরই বর।
স্বপ্ন আমার বৃথা গেল
বিয়ে করলি অন্য নর।
আশা দিয়ে ভালোবেসে
কেমনে করলি এমন কাজ!
মিষ্টি মুখে ফাঁকি দিয়ে
উদাস করলি আমায় আজ।
বিশ্বাস করে জায়গা দিলাম
আমার মনের মাঝারে।
ভাবিনি তুই কখনো যে
ভুলতে পারবি আমারে।
তোকে ছাড়া কেমনে বাঁচি
বলনা সখী একবার বল।
বিচ্ছেদ শোকে দিবা নিশি
ঝরে আমার অশ্রুজল।