এই বসন্তের নতুন প্রভাতে--
চেয়ে দেখো নতুন পাতা গুলোর প্রতি
বাতাসে বাতাসে দুলে খেলছে কেমন;
চেয়ে দেখো নবাগত পাখিদের দিকে
মুক্ত আকাশে ডানা মেলে উড়ছে কেমন।
নতুন স্বপ্নে আজ জেগেছে প্রকৃতি,
জেগে ওঠো বন্ধু তুমিও।
হতাশা আর দুশ্চিন্তা রচেনা জীবনের জয়;
সোনালী স্বপ্নই জীবনের প্রত্যয়,
ডেকে আনে সবুজ সকাল।