জন্ম নিয়ে ভবের মাঝে
করছি কত খেলা।
নানা রঙে রঙিন করে
সাজিয়েছি মেলা।
নিজের সুখে মগ্ন সদা
আসল লক্ষ্য ভুলে।
মৃত্যুর কথা নেই যে স্মরণ
স্বার্থে আছি ঝুলে।
ধীরে ধীরে বাড়ছে বয়স
কমে যাচ্ছে আয়ু।
জানিনা আর ক'দিন পাবো
এই ধরণীর বায়ু।
হঠাৎ কখন আসবে মরণ
যাবো আমি চলে।
অন্তিম বিদায় দিতে সবাই
আসবে দলে দলে।
যাবার কালে খালি হাতে
দেবো আমি পাড়ি।
ঈমান আমাল সঙ্গে নেবো
টাকা পয়সা ছাড়ি।