ইচ্ছে করে নিজের মতো
স্বাধীন ভাবে বাঁচতে।
ইচ্ছে করে খেলার মাঠে
সবার সাথে নাচতে।
ইচ্ছে করে পাখির মতো
ঐ আকাশে উড়তে।
ইচ্ছে করে মুক্ত ভাবে
দেশ বিদেশে ঘুরতে।
ইচ্ছে করে পরের জন্য
ভালো কিছু করতে।
ইচ্ছে করে দেশের তরে
মনে প্রাণে লড়তে।
ইচ্ছে করে ফুলের মতো
পাপড়ি মেলে ফুটতে।
ইচ্ছে করে সঠিক পথে
আপন বেগে ছুটতে।
ইচ্ছে করে স্কুলে গিয়ে
গুরুর কাছে পড়তে।
সঠিক শিক্ষায় মানুষ রূপে
জীবন খানা গড়তে।