ইচ্ছে হয় ---
আজ গুঁড়িয়ে দিয়ে পাহাড় সম সকল দেওয়াল,
এক নিমেষে বদলে ফেলতে সমাজের নির্মম হাল।
ইচ্ছে হয় ---
অনাহারীর মুখে আজ ফুটিয়ে তুলে হাসি,
সবে মিলে একসাথে বাজাতে সুখের বাঁশি।
ইচ্ছে হয় ---
নির্বাসনে পাঠিয়ে মানুষ রূপী সকল নরপশুর দল,
মুছিয়ে দিতে পুত্র হারা দুঃখিনী মায়ের অশ্রুজল।
ইচ্ছে হয় ---
ফিরিয়ে দিয়ে নির্যাতিতের সকল অধিকার,
সবাইকে নিয়ে স্বাধীন দেশে স্বাধীন হয়ে বাঁচার।
ইচ্ছে হয় ---
রাস্তায় নেমে গর্জে উঠে করে প্রতিবাদ,
দেশের মাঝে গড়ে তুলতে স্বপ্নের সাম্যবাদ।
ইচ্ছে হয়---
হিংসা দ্বেষ, দ্বিধা দ্বন্দ্ব বন্ধ করে চিরতরে,
সুখে শান্তিতে বাস করতে এই ধরণীর পরে।
ইচ্ছে হয় ---
আজ অবসান করে সকল বর্বরতার।
মানুষ হয়ে বাঁচিতে, ধর্ম নিয়ে মানবতার।
ইচ্ছেমতো সমাজটাকে করতাম আজি নির্মল।
দু'বাহুতে যদি থাকিত আমার তেমন বল।