নিয়ম নীতির সকল বেড়াজাল পেরিয়ে
এই দুর্গম পথ-ঘাট মাড়িয়ে
ইচ্ছে হয় আজ--
চলে যাই দূর বহু দূরে।
এই সংসারের বাঁধাধরা নিয়ম নীতি
বার বার আমায় করে পীড়িত।
ইচ্ছে হয় তাই, সকল বন্ধন ছিঁড়ে--
এভারেস্টের চূড়ায় একাকী বসত স্থাপন করি;
নতুবা এ যুগের ইবনে বতুতা হয়ে
সমগ্র পৃথিবী ঘুরে বেড়াই;
অথবা যেন পাগল হয়ে যাই,
পাগলের কোনো নিয়ম নীতি থাকেনা।
সত্যি এই নিয়মের বেড়াজালে আমি অতিষ্ঠ,
আমার আমিতে আমাকে খুঁজে পাই না।
সবাই বলে আমার এসব না কি অলীক কল্পনা
তবু জানিনা কেন--
বার বার আমার এমনই ইচ্ছে হয়।