ইচ্ছা আমার বড়ো হয়ে
সঠিক মানুষ হব।
সুখে দুখে সবার সাথে
নিত্য আমি রবো।
উচিত শিক্ষা অর্জন করে
চরিত্রটা গড়ব।
অবিচার আর অন্যায় যত
বিরুদ্ধে তার লড়ব।
মহৎ লোকে যেমন করে
খাটত দেশের তরে।
তেমন ভাবে খাটব আমি
সারাজীবন ধরে।
জনসেবায় লেগে থাকব
মা টেরিজার মত।
ভালোবাসায় বিনাশ করব
বিষাদ আছে যত।
অন্ধজনে দেব আমি
সঠিক পথের দিশা।
আমার হাতেই ধ্বংস হবে
ধরার অনামিশা।
ইচ্ছা আমার এমন ভাবেই
সঠিক মানুষ হব।
সবার সাথে মিলে মিশে
সঠিক পথে চলব।