জানি আমার নেই কোনো অধিকার,
তবু চাইছি আমি - বসনহীন নির্লজ্জ শিশুর মত।
যেখান অধিকার শব্দটাই একটা স্বপ্ন
সেখানে স্বপ্নেই করেছি কত অধিকার আদায়।
কত যে নির্ঘুম রাত কাটিয়েছি - বঞ্চনার বেদনায়
অপশেষে এই জীবনে পেয়েছি শুধু--
কয়েক ফোটা অশ্রু।
এই দুরন্ত মেঠো পথ বেয়ে
যখনই গিয়েছি তোমার দরবারে অধিকার আদায়ে
কষ্টে আর বিষাদে, দুঃখ আর বেদনায়
বার বার আমি হয়েছি খুন।
আমি চাইছি আমার অধিকার
তাই আমি আজ অপরাধী তোমার আদালতে
যতবার চেয়েছি হয়েছি আমি পীড়নের শিকার,
এটাই কী উপহার, অধিকার চাওয়ার?
আমার নেই কোনো অধিকার
তাই হাজার হাজার স্বপ্নের কবরের মাঝে
দাঁড়িয়ে আছি আমি আজ-- নির্বাক হয়ে।