মনুষ্যত্ব শব্দটা আজ মানুষের হাতেই
ভীষণভাবে আক্রান্ত,
বলতে গেলে কোমায় রয়েছে।
নিষ্ক্রিয় বিবেকের ছত্রছায়ায়
সামান্য স্বার্থের লোভে--
মানুষের দাম্ভিকতায়
ক্ষমতার অপব্যবহারে
আর চাটুকারিতার ফলে
শব্দটি মৃত প্রায়।
হয়তো আগামীকালই
মনুষ্যত্বের শেষকৃত্য সমাপন হবে
হিংসার আগুনে, মহাসমারোহে।