মনুষ্যত্ব আজ নিরুদ্দেশ,
কোথাও আর দেখা যায় না।
মৃত্যু হয়েছে ওর,
নাকি অভিমানে আত্মগোপন করেছে
কিছুই বুঝি না!
বাইরে নিবিড় অন্ধকার,
একে একে খসে পড়ছে সবটা তারা।
সুদূরের দিকে তাকিয়ে ভাবি--
মনুষ্যত্ব হয়তো ঘুমিয়ে পড়েছে,
উঠেই দিবে একটা নতুন বার্তা।