জন্ম নিয়ে ধরার মাঝে লিপ্ত সদা অসৎ কাজে
ভ্রান্তি করছি সারাক্ষণ।
ছুটছি সদা লোভের তরে পাপের বোঝা সঙ্গী করে
স্বপ্নে বিভোর অবুঝ মন।
রঙ-তামাশায় চলছে জীবন হঠাৎ কখন আসবে মরণ
বসত হবে আঁধার ঘর।
অপকর্ম করলে ভবে কঠিন শাস্তি পেতে হবে
কবর গৃহে যাওয়ার পর।
আসল পথটা ভুলে গিয়ে হারাম বৃত্তির টাকা দিয়ে
লাভটা আর কি হবে ভাই?
মৃত্যুর স্বাদ পেতেই হবে বিদায় দিবে আমায় সবে
সবই তখন হবে ছাই।
যত আছে টাকাকড়ি দামি দামি গাড়ি বাড়ি
পড়ে রবে আমার সব।
সময় থাকতে হও সচেতন ওহে আমার অবোধ চেতন
একটু করো অনুভব।