ভবের মাঝে এসে সবাই
করছি কত কর্ম।
স্বার্থের তরে চলছি সদা
ভুলে আপন ধর্ম।
মরণ একদিন আসবে দ্বারে
ভুলে গেছি তাহা।
লোভের মোহে করছি কর্ম
যখন ইচ্ছে যাহা।
মৃত্যু এলে যেতেই হবে
অন্ধকার ঐ ঘরে।
হিসাব তখন দিতে হবে
মহান খোদার তরে।
লিপ্ত তবু পাপের কাজে
চমৎকার এই ভবে।
কী যে বলবে তখন তুমি
হিসাব যখন হবে?
আজকে আমি শপথ নিচ্ছি
সত্য পথে চলবো।
আপন ধর্ম মেনে চলে
সঠিক হিসাব গড়বো।