হীরার আশায় কাঁচের টুকরো
পেলাম আমি হায়।
স্বপ্ন গুলো হারিয়ে আজ
বাঁচা বিষম দায়।
হীরার মত ঝলমল করে
উঠতে পারে কাচ,
চকচক করলেই হয়না সোনা
বুঝতে পারলাম আজ।
মানুষ চিনতে ভুল করেছি
কাঁদছি আমি তাই।
নিঃস্ব হয়ে আছি ভবে
হৃদয় ক্ষত ভাই।
রূপ দেখে ঐ বিয়ে করা
ইহাই ছিল যে ভুল।
অশ্রু জলে এখন আমার
দিতে হচ্ছে মাসুল।
হীরা মানিক খুঁজতে খুঁজতে
কাঁচ এনেছি ঘরে।
খণ্ড কাচের আঘাতে আজ
বুকের রক্ত ঝরে।