হিংসা একটা বড় ব্যাধি
জন্ম মনের মাঝে।
হিংসুক ব্যক্তি ত্রুটি খোঁজে
অন্যের সকল কাজে।

কারো ভালো শুনলে তাদের
হৃদয়টা যায় জ্বলে।
খারাপ কিছু দেখলে কভু
খুশিতে যায় গলে।

পাড়ার কোনো মানুষ যদি
একটু সফল হয়।
রাতের নিদ্রা নষ্ট করে
ইহাই ভাবতে রয়।

এমন ভাবে নিজের জীবন
নিজেই করে নষ্ট।
অন্যের কথা ভাবতে থাকে
পায় যে শুধু কষ্ট।

ওরে শুনো, বলছি তোমায়
অন্যের চিন্তা ছাড়ো।
নিজেকে ভাই সময় দিয়ে
জীবন খানা গড়ো।