(২১)
তিমির রাত্রি
শ্বাপদেরা ঘুরছে
শঙ্কিত মন।

(২২)
ধরার পর
বহু সাধে বেঁধেছি
খেলার ঘর।

(২৩)
অমার রাত
বড় বেসুর কণ্ঠে
গাইছে বিশ্ব।

(২৪)
বৈশাখী ঝড়
উড়িয়ে নিল আজ
শেষ সম্বল।

(২৫)
ভ্রান্ত জগতে
যাহা কিছু পেয়েছি
অপূর্ণ সাধ।