প্রচণ্ড হাওয়ার ছুটে--
একে একে তোমার পালকগুলো খসে পড়ছে;
জনগণ এই দৃশ্যটি উপভোগ করছে
আর হাত তালি দিচ্ছে।
অথচ তোমার সেদিকে কোনো খেয়াল নেই,
এখনো হাওয়ায় উড়ে বেড়াচ্ছ।
হে পাখি, সবগুলি পালক ঝরে পড়লে--
পালক বিহীন তুমি উড়তে পারবে?
আটকাতে পারবে তোমার পতন?
পাখি, তোমার পতন অনিবার্য!