শিশিরের ঝলমলে রূপবতী দেশ
হেমন্তের নীলাকাশ হাসি রাশি বেশ।
পাখি সব করে রব কিচিমিচি গানে,
মাঠে মাঠে ওড়ে তারা আবেগের টানে।
শিশিরের জল পড়ে তুলতুলে ঘাসে,
ভোরবেলা রোদ খেলে উঠানের পাশে।
রোদে পুড়ে করে কাজ আমাদের চাষী,
পাকা ধান দেখে তার মুখে ফোটে হাসি।
ধান কাটে চাষী ভাই সাথে গায় গান,
দূর থেকে শুনে মোর ভরে যায় প্রাণ।
ঝাঁকে ঝাঁকে পাখি এসে বসে তার পিছু,
আশেপাশে ঘুরে ঘুরে খায় তারা কিছু।
কৃষাণীর মুখে শুনি নবান্নের গীত,
এই ফাঁকে এসে যায় হাড় কাঁপা শীত।
গ্রামখানা ভেসে ওঠে ফসলের গন্ধে,
সবে মিলে করে কাজ আনন্দের ছন্দে।
ধান পেয়ে চাষী ভাই স্বপ্ন বাঁধে মনে,
আগামীর দিন যাবে হাসিখুশি সনে।
বুক ভরা স্বপ্ন তার গোলা ভরা ধান,
আনন্দেতে চাষী তাই গেয়ে যায় গান।