মায়াময় এই জগতখানি
রঙ তামাশায় পূর্ণ।
পাপের পথে চলছি শুধু
পুণ্যের খাতা শূন্য।
বুকটা আজকে উঠছে কেঁপে
পাপের বোঝা দেখে।
জীবন আমার অন্ত হচ্ছে
পাপের কালি মেখে।
রোজই শুনি ধর্মের বাণী
ঘোর কাটেনা তবু।
ভুলে গেছি নিজ স্রষ্টাকে
নাম জপিনি কভু।
তওবা করে আজকে আমি
মাফ চাই বারে বারে।
ক্ষমা করো দয়াল আল্লাহ
বান্দা তোমার দ্বারে।
দু'জাহানের মালিক প্রভু
দয়া করো আমায়।
হেদায়ত চাই, হেদায়ত দাও
তোমার অপার দয়ায়।