তোমাকে প্রথমবার দেখি ভোরবেলা
লাবণ্যময়ী, কী সুন্দর তোমার রূপ!
রাঙা পোশাকে সজ্জিত, ঠিক রাজকন্যার মতো,
আমি মুগ্ধ হই প্রতি ভোরে তোমার স্নিগ্ধ স্পর্শে।
তোমাকে দ্বিতীয় বার দেখি দুপুরবেলা
নীল রঙের চাদরের ঘুমটা পরিহিতা নারী
চোখ মুখ উজ্জ্বল, সত্যি কী অনন্যা তুমি!
আমায় মোহিত করো তোমার এই উজ্জ্বল আভায়।
তোমাকে তৃতীয়বার দেখি গোধূলি বেলা
গোলাপী পোশাক পরা, এক লজ্জাবতী কন্যা
লজ্জায় লুকিয়ে পড়ো গাছের আড়ালে,
আমি তোমার রূপটা দেখি অপলক দৃষ্টিতে।
তোমাকে শেষবার দেখি সন্ধ্যাবেলা
অসংখ্য টুনি লাইটে সজ্জিত তোমার কুঞ্জ
বসে আছো তুমি নববধূ সেজে,
আমি বিস্মিত হই তোমার সুশোভন রূপে।
যতবারই তোমাকে দেখি--
ততবারই তোমার রূপে আমি নিজেকে হারাই
তোমাকে নতুন করে ভালোবাসি।
হে জন্মভূমি, তোমাকে অনেক অনেক ভালোবাসি।